বিক্রয়ের জন্য উন্মুক্ত বিমানের ঢাকা-টরন্টো রুটের টিকেট

19 March 2022

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে কানাডার টরন্টো রুটে পরীক্ষামূলক বাণিজ্যিক ফ্লাইট চালু করছে। আজ ১৯ মার্চ শনিবার বিকাল ০৫:৩০ টা থেকে বিমানের ঢাকা-টরন্টো রুটের টিকেট বিক্রয়ের জন্য উন্মুক্ত করা হয়েছে। সম্মানিত যাত্রীগণ বিমানের বাণিজ্যিক ওয়েবসাইট www.biman-airlines.com থেকে এ রুটের টিকেট ক্রয় করতে পারবেন। এছাড়াও বিমানের যে কোন সেলস সেন্টার, বিমান কল সেন্টার ০১৯৯০৯৯৭৯৯৭ এবং বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্সি থেকে টিকেট ক্রয় করা যাবে। কানাডা থেকে যে সমস্ত যাত্রী বাংলাদেশে আসতে চান তারা বিমানের ওয়েবসাইট থেকে অথবা বাংলাদেশে অবস্থিত বিমানের যে কোন সেলস সেন্টার বা অনুমোদিত ট্রাভেল এজেন্সির সাথে যোগাযোগ করে টিকেট ক্রয় করতে পারবেন। আগামী ২৬ মার্চ স্থানীয় সময় রাত ১১:০০ টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানের ফ্লাইট বিজি৩০৫ কানাডার টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করবে এবং ২৭ মার্চ স্থানীয় সময় সকাল ৭:১৫ টায় টরন্টোতে অবতরণ করবে। টরন্টো থেকে ফিরতি ফ্লাইট বিজি৩০৬ আগামী ২৯ মার্চ স্থানীয় সময় সকাল ১০:০০ টায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে এবং ৩০ মার্চ স্থানীয় সময় দুপুর ১২:১৫ টায় ঢাকায় অবতরণ করবে। অত্যাধুনিক মডেলের বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনারের মাধ্যমে টরন্টো ফ্লাইট পরিচালিত হবে। সম্মানিত যাত্রীগণকে কানাডার ট্রাভেল অ্যাডভাইজরি অনুসরণপূর্বক ফ্লাইট ছাড়ার পূর্ববর্তী সর্বোচ্চ ৭২ ঘন্টার মধ্যে মলিকুলার কোভিড-১৯ টেস্ট করিয়ে নেগেটিভ সনদ সাথে রাখার জন্য অনুরোধ করা যাচ্ছে।

প্রকাশের অনুরোধসহ-

তাহেরা খন্দকার

উপ-মহাব্যবস্থাপক জনসংযোগ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।