প্রেস রিলিজ
তারিখ: ২৬ জুলাই ২০২২
খ্রি.
বহুল প্রতীক্ষিত বিমান-এর
ঢাকা-টরন্টো-ঢাকা বাণিজ্যিক ফ্লাইট শুরু
বিমান
বাংলাদেশ এয়ারলাইন্স ২৭ জুলাই ২০২২ ভোর ০৩.৩০ টায় ঢাকা-টরন্টো-ঢাকা রুটে বাণিজ্যিক
ফ্লাইট শুরু করছে। বিজি৩০৫ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টরন্টোর উদ্দেশ্যে
যাত্রা শুরু করবে।
ঢাকা-টরন্টো
রুটে সপ্তাহে দুইটি ফ্লাইট পরিচালিত হবে। সপ্তাহে প্রতি বুধবার বিজি৩০৫ বাংলাদেশ সময়
ভোর ০৩:৩০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টরন্টোর উদ্দেশ্যে যাত্রা
করবে। যাত্রাপথে ফ্লাইটটি রিফুয়েলিং এর জন্য স্থানীয় সময় সকাল ০৯:০০টায় তুরস্কের ইস্তান্বুলে
অবতরণ করবে। এক ঘণ্টা বিরতি শেষে ইস্তান্বুল থেকে রওনা দিয়ে স্থানীয় সময় দুপুর ০১:৫৫টায়
ফ্লাইটটি টরন্টো পৌঁছাবে। সপ্তাহে প্রতি রবিবার বিজি৩০৫ ঢাকা থেকে ভোর ০৩:০০ টায় যাত্রা
করে রিফুয়েলিং এর জন্য স্থানীয় সময় সকাল ০৮:৩০টায় তুরস্কের ইস্তান্বুলে অবতরণ করবে।
এক ঘণ্টা বিরতি শেষে ইস্তান্বুল থেকে রওনা দিয়ে স্থানীয় সময় দুপুর ০১:২৫টায় ফ্লাইটটি
টরন্টো পৌঁছাবে।
অন্যদিকে,
প্রতি বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ০৭:৩০টায় বিজি৩০৬ টরন্টো থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা
করবে। যাত্রাবিরতি ছাড়াই ফ্লাইটটি একটানা ১৬ ঘন্টা উড়ে বৃহস্পতিবার স্থানীয় সময় রাত
০৯:৩০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। সপ্তাহে প্রতি রবিবার
টরন্টো থেকে স্থানীয় সময় রাত ০৯:০০ টায় উড্ডয়ন করে সরাসরি ঢাকায় পৌঁছাবে সোমবার স্থানীয়
সময় রাত ১১:০০টায়। বাংলাদেশের একমাত্র IATA
সদস্যভুক্ত এয়ারলাইন্স বিমান
বাংলাদেশ এয়ারলাইন্স সর্বাধুনিক প্রযুক্তির ব্র্যান্ড নিউ বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার
উড়োজাহাজের মাধ্যমে ঢাকা-টরন্টো রুটে ফ্লাইট পরিচালনা করবে।
সম্মানিত
যাত্রীগণ দেশে বিদেশে অবস্থিত বিমানের যে কোন সেলস্ সেন্টার, বিমান অনুমোদিত যে কোন
ট্রাভেল এজেন্সি, বিমানের বাণিজ্যিক ওয়েবসাইট www.biman-airlines.com ও কলসেন্টার ০১৯৯০৯৯৭৯৯৭
থেকে এ রুটের টিকেট ক্রয় এবং আনুষঙ্গিক সেবাসমূহ গ্রহণ করতে পারবেন।
প্রকাশের
অনুরোধসহ-
তাহেরা
খন্দকার
মহাব্যবস্থাপক জনসংযোগ
বিমান
বাংলাদেশ এয়ারলাইন্স।