বিমানের টরন্টোগামী যাত্রীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি

3 February 2023

শাহজালাল বিমানবন্দর রাত ২টার পর থেকে সকাল ৭টা পর্যন্ত বন্ধ থাকায় এখন থেকে আগামী ২৫ মার্চ পর্যন্ত বিমানের ঢাকা থেকে টরন্টোগামী ফ্লাইট প্রতি রবিবার ও বুধবার রাত ০৩:৪৫ টার পরিবর্তে ৩ ঘন্টা ১৫ মিনিট পূর্বে অর্থাৎ রাত ১২:৩০ টায় ছেড়ে যাবে। তবে টরন্টো থেকে ঢাকায় আসার ফ্লাইটসূচি অপরিবর্তিত থাকবে। বিস্তারিত:বিমান কল সেন্টার +8801990997997