সংঘাত কবলিত সুদান
থেকে সৌদি আরবে আশ্রয় নেয়া ২৬২ জন প্রবাসী বাংলাদেশিকে আজ মাতৃভূমিতে ফিরিয়ে এনেছে
জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আজ ১২ মে সকাল ০৮:৪০টায় বিমানের ফ্লাইট
বিজি৩৩৮ এর মাধ্যমে মদিনা থেকে ২৩৯ জন এবং দুপুর ১২:১৫টায় বিজি১৩৬ এর মাধ্যমে জেদ্দা
থেকে ২৩ জন দেশে পৌঁছেছেন। দেশে ফেরার পর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়,
বিমান, পররাষ্ট্র মন্ত্রণালয়, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এর পক্ষ থেকে তাদেরকে
স্বাগত জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের
সিনিয়র সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, বিমান পরিচালনা পর্ষদের সদস্য ও পররাষ্ট্র্র
মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব রিয়ার এ্যাডমিরাল মোঃ খুরশেদ আলম
(অবঃ), বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর পরিচালক প্রশাসন ও মানবসম্পদ যুগ্মসচিব জনাব মোঃ
ছিদ্দিকুর রহমান সহ আইওএম এর প্রতিনিধিবর্গ।
গত ৮মে থেকে এ পর্যন্ত
মোট ৪৪৯ জনকে দেশে ফিরিয়ে এনেছে বিমান। গত ৮মে ১৩৬ জন এবং ১১ মে ৫১ জন সুদান প্রবাসীকে
দেশে ফিরিয়ে আনে এয়ারলাইন্সটি।